ফুডপান্ডার বিক্রি হয়ে যাওয়ার বা ফুটে যাওয়ার ভুয়া মিডিয়া নিউজ এবং আমাদের কালেক্টিভ ফকিন্নি পনা
ফুডপান্ডার বার্লিন-ভিত্তিক মাতৃ-প্রতিষ্ঠান 'ডেলিভারি হিরো' সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া,মিয়ানমার, ফিলিপাইন এবং থাইল্যান্ডে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতাদের সাথে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির উদ্ধৃতি দিয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে রয়টার্স।
তবে এই তালিকায় নেই বাংলাদেশ, হংকং, তাই্ওয়ান ও পাকিস্তানের নাম। কেন এই তালিকায় বাংলাদেশ নেই এবং এখানে কোম্পানির ভবিষ্যৎ কি; সে বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ফুডপান্ডা বাংলাদেশ।
তবে এই রিউমারে আমাদের সোশ্যাল পাড়ায় চলছে আনন্দের জোয়ার।
যেকোন কিছু ফেইল হওয়া, যে কারো চাকুরি চলে যাওয়া, বিজনেস মাইর খাওয়া, শেয়ার বাজারে লস খাওয়া, ভাল না খেলতে পেরে দল থেকে বাদ পরা, স্কামে পড়ে টাকা হারানো, স্টার্টাপ বন্ধ হয়ে যাওয়া- অর্থাৎ কারো লস মনিটারি লস হচ্ছে এমন চিন্তায় বাংগালি সামগ্রিক ভাবে একমত এবং প্রচুর আনন্দ উল্লাস করে ।
মেয়েরা তাদের ক্লোজ বান্ধবীরা ওজন বাড়লে, মনে মনে খুশি হয়ে যায়, ছেলেরা তার বন্ধু গুগুলের ইন্টারভিউ থেকে বাদ পড়লে ভয়ানক আনন্দ পায়।
ইভেন, কোন সেলেব্রিটির বিয়ে ভেংগে গেলে বা ডিভোর্স হলেও সেইম আনন্দ পায় তারা, কেন? অথচ তাদের কস্টের ভাগীদার হয়ে এম্প্যাথেটীক হবার কথা ছিল। অথচ হচ্ছে এক্সাক্টলি তার উলটা টা। কেন?
বেটা একজন সেলেব্রিটি ক্রিকেটার, অথচ আমি সুযোগ পাইনাই জীবনে বা এত টাকা কামাইতে পারিনাই, আজকে তার লসে আমার অর্গাজম হচ্ছে।
ঐ স্টার্টাপ ফাউন্ডার নতুন এস ইউ ভি গাড়ী হাকায়, আমি আমার গোটা জীবনে উবারে চড়তে পারছি একবার ই, তাই তার লস খাওয়ার নিউজে আমার আনন্দ লাগে।
ঐ বেটা নায়ক, এত সুন্দরী এক্টা নায়িকা রে বিয়ে করল, অথচ আমার জীবনে মাইয়া তো দূরের কথা একটা হিজড়া ও চুমু দিয়া গেলনা। এই কারনে তাগো ছাড়াছাড়ি হইছে আমার অনেক আনন্দ লাগতাছে।
আমি মেয়ে নিজে এমন ভুটকি, ঐ বান্ধুবি গুলা একসময় কি সুন্দর কিউট ছিল, আমি ছিলাম না। এখন আমার মত মোটা হয়ে গেছে, তাই আমার কার্মার প্রতিশোধ নিচ্ছি। কিংবা আমি কামলা দেই করিম এন্ড ব্রাদার্সে ডেইলি ১২ ঘণ্টা বছরে ৩৬৫ দিন, আর আমার বন্ধু গুগুলে আরামের জব পাবে? ইন্টারভিউ ফেইল করাতে আমার আনন্দ লাগছে খুব!
এই যে চারদিকে আনন্দের বন্যা- একটা একটা কালেক্টিভ ফকিন্নিপনা এবং অর্থনৈতিক হীনমন্যতা থেকে জন্ম নেয়া।
আমাদের এই অঞ্চলের মানুষের মূল সমস্যা টাকা, এবং সমাধান ও টাকা। টাকা হাতে আসলে গদর্ভ ও স্যার হয়ে উঠেন।
টাকা না থাকলে, মিনিস্টার ও পাত্তা পান না।
এই অঞ্চলের এই যে ডিপ্রাইভড মানুষ কিছুই করতে পারছেনা জীবনে, তাদের ঐ দূর বিল্ডিং এর লাল-নীল আলোর প্রতি ক্ষোভ জানায় দুইভাবে-
১. আল্লাহ্র কাছে তীব্র বিচার দিয়ে। দুনিয়ার সব অঞ্চলের ধার্মিক রা প্রার্থনায় বসে এবসলিউট আশা কামনা করলেও আমাদের এই অঞ্চলের বেশির ভাগ মানুষের প্রার্থনায় নিজের আশার পাশে থাকে আরেকজনের জন্য ঘৃণা। এই দেশে মানুষ যতটা না দোয়া দেয় অন্য কাউকে, তার শত গুণ বেশী বদ্দোয়া দেয় তার অপছন্দের ব্যাক্তিকে। তাদের মনে আশা- এই জীবনে কিছু করতে পারছিনা, এট লিস্ট আমার খোদা শেষ জীবনে তার বিচার করবে।
২. যখন এই আপাত সফল মানুষ রা ফেইল করে, তখন তাদের নিয়ে ট্রল করে! এই সেন্সে, শালা এতদিন আমার চেয়ে উপরে ছিলি, এখন আমিতো আগেরই লুজার, তুইও আমার লুজার আইডেন্টিটির কিছুটা কাছে আইলি।
এটা শুধু আমাদের দেশের ব্যাপার এমন না, পুরা দুনিয়াতে এটা কমন। এটার একটা সুন্দর জার্মান নামও আছে-
schadenfreude (; ; 'harm-joy') is the experience of pleasure, joy, or self-satisfaction that comes from learning of or witnessing the troubles, failures, or humiliation of another.
যদি আরো জানতে চান এটা নিয়ে, তাহলে নীচের লিংক গুলো দেখতে পারেন-
১. https://www.gruberpeplab.com/teaching/psych3131_spring2015/documents/6.1_Smith2009_ExploringWhenAndWhyOfSchadenfreude.pdf
২. https://static1.squarespace.com/static/54238bf2e4b068090a9b54bb/t/54342454e4b00594d750a8f4/1412703316863/Cikara+%26+Fiske%2C+2013+-+ANYAS.pdf
৩.
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/pere.12081
এই কারনে যখন দেশে ফুডপান্ডা নামক স্টাব্লিশড স্টার্টাপের নামে একটা ফেসবুক কেন্দ্রিক সো কল্ড মিডিয়া হাউজ থেকে রিউমার ছড়ালো যে তারা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক অনেক আলোচনা শুরু হল চারদিকে, এবং এটা মূলত এই schadenfreude এর কারনেই হচ্ছে। আর কিছুইনা।
সেইম কাজ হয়েছিল যখন হাংরিনাকি সেল হয়েছিল। কিংবা যখন সাকিব আল হাসান বাদ পড়বে দল থেকে সেইম ভাবে মানুষ খুশি হবে। ইভেন কিছু মানুষ এখনো খুশি হয় সে খারাপ খেল্লে। বেটা এত সাক্সেসুল অথচ আমি ধইঞ্চা।
এই কারনে, এই ধরনের চিন্তার মানুষদের আসলে দোষ দেয়া যায়না, এটা হিউমান ন্যাচারের একটা বড় ধরনের ট্রেইট।

