পুরাতন ফেসবুক আইডি ডিজেবল এবং নতুন আইডি খোলা প্রসঙ্গে
হ্যালো !
আমার পাঠক দের কে জানাই ইদ মোবারক! কাউকে হাম্বা মোবারক, কাউকে ম্যা ম্যা মোবারক আবার কাউকে ভ্যা ভ্যা! আর যারা স্যাক্রিফাইসে নেই, তাদের কে এম্নিতেই মোবারক!
আপনাদের সাথে একটা দুঃখজনক খবর শেয়ার করার জন্য এই লিখা।
আমার ১৭ বছরের পুরোনো ফেসবুক আইডি (Mahamudul Hasan Masum) সম্প্রতি ডিজেবল হয়ে গেছে। এটা ফেরত পাওয়ার আর কোন উপায় নেই।
কিভাবে ডিজেবল হলো? ছাপড়ি কোক বয়কট মারানিরদের গন রিপোর্টিং এর কারনে! আমি নাকি কোক বয়কট না করে তাদের অন্তরে ব্যথা দিয়েছি।
ব্যাপার টা একই সাথে কস্টদায়ক এবং দুঃখজনক ও বটে। তবে, আমি জানি কে বা কারা, এই কাজ করেছে। তাদের ১৪ পুরুষের ঠিকুজী উদ্ধার করে একদিন না একদিন আমি এর শোধ তুল্বই। যারা আমাকে চিনেন, তারা এটা জানেন। আমি আবার ফিরে আসব। শোধ তুল্ব এর।
যাই হোক, নতুন আইডি খুলেছি একটা। একই নামে খুলতে দিচ্ছেনা ফেসবুক। তাই নামের ইনিশিয়াল দিয়েই খুললাম।
আমার নতুন প্রোফাইল টা পাওয়া যাবে নীচে-
https://www.facebook.com/61561389231967
যাদের সাথে এড ছিলাম তারা কস্ট করে আরেকবার এড দিতে পারেন।
আপনাদের কে বিরক্ত করার জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী!